বাসস ক্রীড়া-৪ : চতুর্থ রাউন্ডে লিভারপুলের মুখোমুখি ইউনাইটেড

109

বাসস ক্রীড়া-৪
ফুটবল-এফএ কাপ
চতুর্থ রাউন্ডে লিভারপুলের মুখোমুখি ইউনাইটেড
লন্ডন, ১২ জানুয়ারি ২০২১ (বাসস) : এফএ কাপের চতুর্থ রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে লিগ টু’র দল চেলটেনহ্যাম চতুর্থ রাউন্ডে আতিথ্য দিবে ম্যানচেস্টার সিটিকে।
আগামী রোববার প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে লিভারপুল ও ইউনাইটেড একে অপরের মোকাবেলা করবে। এর অর্থ হচ্ছে টানা দু’সপ্তাহ ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি একে অপরকে ছাড়িয়ে যাবার লড়াইয়ে অবতীর্ন হবে।
করোনায় বিধ্বস্ত ডার্বিতে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করা ন্যাশনাল লিগ নর্থ ক্লাব ক্রলির প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব উল্ফস। ক্রলি ম্যানেজার জেমি ভারমিগিলো বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘এটাই আমরা চাচ্ছিলাম। প্রতিপক্ষ হিসেবে প্রিমিয়ার লিগের দলগুলোর মাঠে নামাও সৌভাগ্যের। এখানে ছোট একটি ইতিহাসের উদাহরন দেয়া যেতে পারে। ১৯৮৬ সালে ঘরের মাঠে উল্ফসের মোকাবেলা করেছিলক্রলি। সেই ম্যাচে স্বাগতিকরা ৩-০ গোলে জয়ী হয়। আমরা শুধুমাত্র তারই পুনরাবৃত্তি করতে চাই।’
আরো একটি অঘটন ঘটাতে পারলে পঞ্চম রাউন্ডে ক্রলিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের মোকাবেলা করতে হবে।
তৃতীয় রাউন্ডে লিডসকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া লিগ টু’র দল ক্রলি চতুর্থ রাউন্ডে বোর্নমাউথ সফরে যাবে।
আগামী ২২-২৫ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৯-১১ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে পঞ্চম রাউন্ডের খেলা।
এবারের আসরে চতুর্থ রাউন্ড নিশ্চিত করা প্রিমিয়ার লিগের অপর ক্লাবগুলো হচ্ছে চেলসি, এভারটন, টটেনহ্যাম, লিস্টার সিটি, সাউদাম্পটন, ব্রাইটন ও ফুলহ্যাম।
চতুর্থ রাউন্ডে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে চেলসি। চ্যাম্পিয়নশীপ টেবিলের ১৪তম স্থানে থাকা লুটনের মোকাবেলা করবে ব্লুজরা।
বাসস/নীহা/১৭০৫/স্বব