বাসস ক্রীড়া-২ : পাইনকে জরিমানা

128

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-পাইন
পাইনকে জরিমানা
সিডনি, ১২ জানুয়ারি ২০২১ (বাসস) : আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। গতকাল শেষ হওয়া সিডনি টেস্টের তৃতীয় দিনে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে পছন্দ না হওয়ায়, অকথ্য ভাষা ব্যবহার করেন পাইন। যা মাঠের মাইক্রোফোনের শুনতে পাওয়া যায়।
সিরিজের তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর বলে ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার বিপক্ষে ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন-ফিল্ড আম্পায়ার উইলসন তাতে সাড়া দেননি।
তবে পাইন রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার অক্সেনফোর্ড রিপ্লে দেখে নট-আউটের ঘোষনা দেন। তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে আইসিসির আচরন বিধি ভঙ্গ করেন পাইন।
ফলে আইসিসির আচরণবিধির ২ দশমিক ৮ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় পাইনের বিপক্ষে। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের জন্য পাইনের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয় তাকে।
তবে এক্ষেত্রে নিষেধাজ্ঞাও পেতে পারতেন পাইন। এমন অপরাধে নিষেধাজ্ঞার বিধানও রয়েছে আইসিসির। তবে এ যাত্রায় পার পেয়ে গেছেন পাইন। ।
বাসস/এএমটি/১৪০৪/স্বব