নড়াইলে ১২ হাজার ৯৭৭ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

281

নড়াইল, ১২ জানুয়ারি, ২০২১ (বাসস) : নড়াইল পৌরসভা ও সদর উপজেলায় ২০১৯ সালে ভোটার তালিকাভূক্ত হওয়া ১২ হাজার ৯৭৭ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড (এনআইডি)।গত বছরের ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে পৌরসভার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপর সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পর্যায়ে গত ২৬ ডিসেম্বর থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড (এনআইডি) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ শুরু হয়েছে। বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। যে সকল নাগরিক নির্ধারিত সময়ে এ পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন না তারা পরবর্তীতে সদর উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড (এনআইডি) সংগ্রহ করতে পারবেন।
নড়াইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুজ্জামান জানান, সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর নতুন ৩০৩ জন স্মার্ট কার্ড পেয়েছেন।গত ৪ জানুয়ারি বিছালী ইউনিয়নের নতুন ৯৬৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন, গত ৫ জানুয়ারি বাঁশগ্রাম ইউনিয়নের নতুন ৮৯৪জন স্মার্ট কার্ড পেয়েছে।,গত ৬জানুয়ারি ভদ্রবিলা ইউনিয়নের নতুন ৮২৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন, গত ৭ জানুয়ারি সিঙ্গাশোলপুর ইউনিয়নের নতুন ৭৪৯জন স্মার্ট কার্ড পেয়েছেন, গত ৯ জানুয়ারি কলোড়া ইউনিয়নের নতুন ৭৮৯ জন স্মার্ট কার্ড পেয়েছেন,গত ১০ জানুয়ারি শেখহাটি ইউনিয়নের নতুন ৮৯২ জন স্মার্ট কার্ড পেয়েছেন।১২ জানুয়ারি তুলারামপুর ইউনিয়নের নতুন ৮৩৩ জন স্মার্ট কার্ড পেয়েছেন।আউড়িয়া ইউনিয়নের নতুন ১২৮৯ জন স্মার্ট কার্ড পাবেন ১৩ জানুয়ারি, শাহাবাদ ইউনিয়নের নতুন ৬২২ জন স্মার্ট কার্ড পাবেন ১৪ জানুয়ারি, চন্ডিপুর ইউনিয়নের নতুন ৯০৫ জন স্মার্ট কার্ড পাবেন আগামী ১৬ জানুয়ারি,হবখালী ইউনিয়নের নতুন ৮৪৪ জন স্মার্ট কার্ড পাবেন ১৭ জানুয়ারি এবং মাইজপাড়া ইউনিয়নের নতুন ১০০৭ জন স্মার্ট কার্ড পাবেন আগামী ১৮ জানুয়ারি।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড (এনআইডি) সংগ্রহ করতে প্রত্যেক ব্যক্তির নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।