বাসস দেশ-৫১ : মিজানুর রহমান খানের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

181

বাসস দেশ-৫১
তাপস-শোক
মিজানুর রহমান খানের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রথম আলোর যুগ্ম সম্পাদক, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র বলেন, বিশ্লেণধর্মী লেখনীর মাধ্যমে তিনি মননশীলতার যে চাপ রেখেছেন, তা নিঃসন্দেহে অবিস্মরণীয়। তিনি আজীবন সাংবাদিকতার উৎকর্ষতা সৃষ্টিতে সরব থেকেছেন।
শোকবার্তায় মেয়র বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ড নিয়ে গবেষণাধর্মী প্রকাশনার যে অভাব রয়েছে, মিজানুর রহমান খান “মার্কিন দলিলে মুজিব হত্যাকান্ড” গ্রন্থের মাধ্যমে তা কিছুটা হলেও প্রশমিত করার সার্থক প্রয়াস রেখেছেন। এছাড়াও জাতির পিতাকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিআইএ) সম্পৃক্ততা থেকে শুরু করে বৃহৎ পরাশক্তিগুলোর ভূমিকা উদঘাটনে তার এই অনন্য প্রয়াস নতুন প্রজন্মকে ইতিহাস বিকৃতি রোধ করে চিন্তাশীলতার দিকে ধাবিত করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএসএইচ/২১০৫/এবিএইচ