বাসস দেশ-৪৩ : সাংবাদিক মিজানুর রহমান খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

164

বাসস দেশ-৪৩
তথ্যমন্ত্রী-শোক
সাংবাদিক মিজানুর রহমান খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২১ (বাসস) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৫৩ বছর বয়সে তার ইন্তেকালের সংবাদে শোকাহত তথমন্ত্রী তার শোকবার্তায় এই প্রয়াত বরেণ্য সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান বলেন, বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি মেধাবী মিজানুর রহমান খানের রচিত গ্রন্থগুলো মানুষকে সংবিধান ও সরকার সম্পর্কে জানতে আগ্রহী করেছে। মিজানুর রহমান খান তার সাবলীল, বিশ্লেষণী লেখনী ও কথনের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান খান সর্বশেষ প্রথম আলো’র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’, ‘১৯৭১: আমেরিকার গোপন দলিল’ প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর অন্যতম ।
বাসস/সবি/কেসি/২০১০/-কেএমকে