বাসস দেশ-৪২ : বগুড়ায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বিআরটিএ’র প্রচারণা

207

বাসস দেশ-৪২
বিআরটিএ-প্রচারণা
বগুড়ায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বিআরটিএ’র প্রচারণা
বগুড়া, ১১ জানুয়ারি, ২০২১ (বাসস): কুয়াশাছান্ন সড়কে দুর্ঘটনা হ্রাস ও নির্দেশিকা মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে আজ প্রচারণা চালিয়েছে বিআরটিএ’র বগুড়া সার্কেল।
আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়া শহরের ১ম বাইপাস ও ২য় বাইপাস সহ গুরুত্বপূর্ন গাড়ি চলাচলকারী সড়কে বিআরটিএ’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
বিআরটিএ বগুড়া সার্কেল সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডগুলোতে গাড়ি চালক ও যাত্রীদের কাছে গাড়ি চলাচলের নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় দুর্ঘটনা হ্রাস ও কুয়াশাছান্ন সড়কে নির্দেশিকা মেনে গাড়ি চালাতে বিআরটিএ বগুড়া সার্কেলের পক্ষ থেকে বগুড়ার বনানী, শাকপালা, তিনমাথা রেলগেট, চারমাথা ও মাটিডালি মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরণকালে বগুড়া বিআরটিএ বগুড়া সার্কেলের মোটরযান পরিদর্শক এসএম সবুজ-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫৫/-এমকে