বাসস ক্রীড়া-১২ : সেভিয়ার সঙ্গে নতুন চুক্তিতে লোপেতেগুই

104

বাসস ক্রীড়া-১২
ফুটবল-সেভিয়া-লোপেতেগুই
সেভিয়ার সঙ্গে নতুন চুক্তিতে লোপেতেগুই
মাদ্রিদ, ১১ জানুয়ারি ২০২১ (বাসস/এএফপি): কোচ লোপেতেগুই’র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাব সেভিয়া। নতুন চুক্তিতে তিনি ২০২৪ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকছেন বলে রোববার ঘোষণা করেছে সেভিয়া।
২০১৯ সালে সেভিয়ায় যোগ দেন লোপেতেগুই। তার তত্বাবধানে ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে। দায়িত্ব গ্রহনের প্রথম মৌসুমেই তিনি স্প্যানিশ ওই ক্লাবকে এনে দিয়েছেন ইউরোপা লিগের শিরোপা।
গত শনিবার রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে আসন গেড়েছে সেভিয়া। নতুন চুক্তি প্রসঙ্গে লোপেতেগুই বলেন,‘ এটি দারুন অনুপ্রেরনা। আমরা সেভিয়াকে আরো বড় ক্লাবে পরিণত করতে চাই। সমর্থকদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরক অনেক কাজ করতে হবে।’
২০১৮ সালে মাত্র ৫ মাসের মধ্যে রিয়াল মাদ্রিদ ও স্পেন জাতীয় দল থেকে বরখাস্ত হবার পর লোপেতেগুই সেভিয়ায় এসে নজর কাড়া সফলতা দিয়ে প্রথম বছরটি অতিবাহিত করেছেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫০/স্বব