বাসস দেশ-৩৯ : ভোলায় কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিতকরণে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

126

বাসস দেশ-৩৯
পুষ্টি নেটওয়ার্কিং-সভা
ভোলায় কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিতকরণে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
ভোলা, ১১ জানুয়ারি, ২০২১ (বাসস): জেলা সদরে আজ কিশোর-কিশোরীদের সার্বিক পুষ্টি নিশ্চিতকরণ এবং সার্ভিস রিপোর্টিং শক্তিশালীকরণে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে ওরিয়েন্টেশন ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় ও ইউনিসেফ-সহ চারটি প্রতিষ্ঠান যৌথবাবে এ সভার আয়োজন করে।
ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসু দেব কুমার দাশ।
আলোচনায় অংশ নেন লাইন ডাইরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ-এর পুষ্টি কর্মকর্তা রমা সাহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম ছিদ্দিকী প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/এইচএএম/১৯৩০/-এমকে