বাসস দেশ-৩৬ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভোলায় গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ শুরু

115

বাসস দেশ-৩৬
মুজিববর্ষ-ঘর বরাদ্দ
‘মুজিববর্ষ’ উপলক্ষে ভোলায় গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ শুরু
ভোলা, ১১ জানুয়ারি, ২০২১ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে লটারীর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লটারীর মাধ্যমে নির্বাচিত ৭০ জন উপকারভোগীর ঘর ও কবুলিয়ত করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে সদর উপজেলার ১৮২টি পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে।এরমধ্যে প্রথমদিনে লটারীর মাধ্যমে নির্বাচিত ভেদুরিয়া ইউনিয়নের ৩২টি ও ভেলুমিয়া ইউনিয়নের ৩৮টি সুবিধাভোগী পরিবারকে ঘর বরাদ্দ এবং বরাদ্দপ্রাপ্তদের নামে দুই শতাংশ জমিসহ ঘরগুলো রেজিষ্ট্রি কবুলিয়ত করে দেয়া হয়েছে।
তারা আরও জানান, আগামী দু’দিনের মধ্যে সদর উপজেলার আরও ১১২টি গৃহহীন পরিবারকে অনুরূপভাবে ঘর বরাদ্দ দেয়া হবে। এছাড়াও পর্যায়ক্রমে জেলায় ৫৩২টি গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে।
বাসস/এনডি/এইচএএম/১৯১০/-এমকে