বাসস বিদেশ-৮ : যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দেবে : পম্পেও

109

বাসস বিদেশ-৮
ইয়েমেন-যুদ্ধ
যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দেবে : পম্পেও
ওয়াশিংটন, ১১ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে আখ্যা দেবে। দীর্ঘস্থায়ী এই পদক্ষেপ ইয়েমেনের মানবিক সঙ্কটকে আরো প্রকট করে তুলতে পারে বলে মানবাধিকার গ্রুপগুলো আশংকা করছে। পম্পেও এক বিবৃতিতে বলেছেন, নাগরিক জনগোষ্ঠী, অবকাঠামো ও বাণিজ্যিক পরিবহণের হুমকিসহ আন্ত:সীমার সকল হামলা ও সন্ত্রাসবাদী কাজের জন্য হুথিদের জবাবদিহি করার উদ্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাসস/জেজেড/১৬৪৫/-জেহক