বাসস দেশ-৬ : অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

146

বাসস দেশ-৬
আহমেদ আলী
অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
কুমিল্লা (দক্ষিণ), ১১ জানুয়ারি, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাড. আহমেদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১১ জানুয়ারি তিনি মারা যান। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে তার নগরীর বাগিচাগাঁওয়ের বাসায় দোয়ার আয়াজন করা হয়েছে।
তার মেয়ে বাংলাদেশ মহিলা লীগ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আইরীন আহমেদ বাসসকে বলেন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি এবং স্বাধীনতা উত্তর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক ছিলেন অ্যাড. আহমেদ আলী। তিনি ভাষা আন্দোলন করেছেন। মুক্তিযুদ্ধকালীন আগরতলা যুবশিবির কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লা শত্রুমুক্ত হলে প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন তিনি। সত্তরের সংসদ নির্বাচনে জয়লাভ করে মেম্বার অব কনস্টিটিউশন এডমিনিস্ট্রেটর (এমসিএ) হয়েছিলেন। বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন
বাসস/এনডি/সংবাদদাতা/১১৩৬/নূসী