বাসস বিদেশ-৬ : পাকিস্তানে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট

212

বাসস বিদেশ-৬
পাকিস্তান-বিদ্যুৎ
পাকিস্তানে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট
ইসলামাবাদ, ১০ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : পাকিস্তান জুড়ে বড় শহরগুলো ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ার পর রোববার থেকে ধীরে ধীরে তা পুনরুদ্ধার করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।
দেশে ২১০ মিলিয়নেরও বেশি লোকের বিদুৎ ও ওয়েব বিতরণ ব্যবস্থা জটিল ও নাজুক হয়ে পরেছে। এতে করে একটি গ্রিড-এর যে কোনো সেক্টরে সমস্যা দেখা দিলে দেশজুড়ে ভঙ্গুর অবস্থার সৃষ্টি করতে পারে।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বিদুৎমন্ত্রী ওমর আইয়ুব খান বলেন, দেশটির দক্ষিণে শনিবার স্থানীয় সময় রাত ১১ টা ৪১ মিনিটে সর্বশেষ বিভ্রাট প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে।
তিনি জানান, বিশেষজ্ঞরা ত্রুটির সঠিক অবস্থান নির্ধারণের চেষ্টা করছেন, তবে তারা এখনো তা খুঁজে পাননি।
বাসস/অনু-জেজেড/২০১০/-কেএমকে