বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ পেত না : ডিএসসিসি মেয়র

351

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবন্ধু দেশে ফিরে না এলে স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ পেত না। তাই আজকের এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ন।
তিনি আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোন কিছু বলে থাকেন, সেটার জবাব দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করিনা।’
তিনি বলেন, ‘যদি কেউ উৎকোচ বা ঘুষ গ্রহণ করে, যদি কেউ কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন–বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, বিল দেয়ার জন্য কমিশন–বাণিজ্য করে, সরকারি প্রভাব কাজে লাগিয়ে কাউকে জিম্মি করে অথবা কোনো কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিয়ে থাকে বা অর্থ আত্মসাৎ করে থাকে, সেক্ষেত্রে দুর্নীতি হয়। যে অভিযোগ আনা হয়েছে, এটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না।’
মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন সাবেক মেয়রের এমন বক্তব্য প্রসঙ্গে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এটা ওনার ব্যক্তিগত অভিমত। এটার কোনো গুরুত্ব বহন করে না।
কর্মীদের বেতন দিতে না পারার বিষয়ে তিনি বলেন, এটা নিছক ভ্রান্ত কথা। এমন বক্তব্যের বাস্তবিক কোনো ভিত্তি নেই।
পরে নগর ভবনে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং সরকারী নীতিমালা পরিপালনপূর্বক সকল সরকারি সংস্থা থেকে আমানত সংগ্রহ করে। সেটা কর্পোরেশন হোক বা কর্তৃপক্ষ হোক, সেটা সরকারে কোন কোম্পানি হোক সকল ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে থাকে। মধুমতি ব্যাংক ও সেরকম একটি বেসরকারি ব্যাংক। তারা সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তর থেকে আমানত সংগ্রহ করছে। সুতরাং এখানে কোন আইন বহির্ভূত কিছু নেই, দুর্নীতিরও কিছু নেই।’