বাসস ক্রীড়া-৩ : ওসাসুনার সাথে পয়েন্ট হারালো রিয়াল, মেসি-গ্রীজম্যানের জোড়া গোলে বার্সার বড় জয়

130

বাসস ক্রীড়া-৩
ফুটবল-লা লিগা
ওসাসুনার সাথে পয়েন্ট হারালো রিয়াল, মেসি-গ্রীজম্যানের জোড়া গোলে বার্সার বড় জয়
মাদ্রিদ, ১০ জানুয়ারি ২০২১ (বাসস) : প্রচন্ড তুষারপাতের মধ্যে শেষ পর্যন্ত ওসাসুনার সাথে আর পেরে উঠেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচটিতে গোলশুন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। ম্যাচ শেষে ক্ষুব্ধ মাদ্রিদ বস জিদান বলেছেন, ‘এটা কোন ফুটবল ম্যাচই নয়।’
পয়েন্ট হারানোয় এ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে শীর্ষস্থান দখল করার সুযোগ হাতছাড়া করেছে মাদ্রিদ। এ দিকে লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রীজম্যানের জোড়া গোলে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এছাড়া অত্যধিক তুষারপাতের কারনে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠের ম্যাচটি বাতিল করা হয়েছে। এর অর্থ হচ্ছে তিন ম্যাচ হাতে রেখে দিয়েগো সিমিওনের দল প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে লা লিগা টেবিলের শীর্ষেই থাকলো।
পামপ্লোনাতে ওসাসুনার মাঠ হঠাৎ তুষারপাতে দারুন ক্ষতিগ্রস্থ হয়েছিল। বিশেষ করে মধ্যমাঠের অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়ে। কিন্তু মাঠের অধিকাংশ স্থান সবুজ থাকায় রেফারি ম্যাচ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘আমরা ম্যাচটি খেলেছি কারন তারা বলেছে আমাদের ম্যাচটি খেলতে। কিন্তু পরিস্থিতি খুবই কঠিন ছিল। আমার কাছে এটা কোন ফুটবল ম্যাচ নয়। শেষের দিকে আমরা ভাল খেলেছি, এটাই একমাত্র সান্তনা।’
বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের খেলার কথা রয়েছে। জিদান বলেন, আমরা এখনো জানিনা এই মুহূর্তে আমরা কি করবো। এখানেই থেকে যাব নাকি আবারো সোমবার ফিরে আসবো। দিন শেষে ফলাফলই আসল, এখানে কোন যুক্তিই কোন কাজে আসেনা। প্রত্যেকেই মাঠের ফুটবলে বিশ^াস করে। কিন্তু আজ যা কন্ডিশন ছিল তাতে অন্তত ভাল ফুটবল খেলা সম্ভব নয়।’
গ্রানাডার বিপক্ষে দুই গোল করে মেসি এ বছর তিন ম্যাচে চার গোল করলেন। এনিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিল বার্সা। ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘আমরা ঠান্ডা মাথায় খেলেছি। নিজেদের লক্ষ্যপূরনে ও জয় নিশ্চিতে আমাদের অবশ্যই ধীরস্থির হতে হবে।’
ক্যাম্প ন্যুতে ১৮ মাসের হতাশা কাটিয়ে কাল দুই গোল করে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন ফরাসি তারকা গ্রীজম্যান। তার দেয়া দুই গোলের মাঝে মেসি দুই গোল করেছেন। এর মধ্যে মেসির দ্বিতীয় গোলটি ছিল নিঁখুত ফ্রি-কিক থেকে। মৌসুমের শুরুটা ভাল না হওয়ায় অনেকেই হতাশা ব্যক্ত করে বলেছিলেন বার্সার হয়ে সম্ভাব্য শেষ মৌসুমটা মোটেই ভাল কাটাতে পারবেন না আর্জেন্টাইন সুপারস্টার মেসি। কিন্তু ইতোমধ্যেই ক্লাব ছাড়ার চেষ্টার পাঁচ মাসের মধ্যে ১১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে তালিকার শীর্ষে ধরে রেখেছেন মেসি। গোল করা ছাড়াও প্রতিটি ম্যাচেই বার্সেলোনার জয়ের পিছনে তিনি মূল অবদান রেখে চলেছেন। কোম্যান বলেছেন, ‘প্রথম দিন থেকেই মেসির সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি এমন যে দুটি ম্যাচে যদি সে গোল করতে না পারে তবে অন্তত দুটি মানুষ হতাশা প্রকাশ করে। কিন্তু আমার ক্ষেত্রে কখনই তা হয়না।’
গ্রীজম্যান, ওসমানে ডেম্বেলে, ফ্রেংকি ডি জং সাম্প্রতিক সময়ে নিজেদের যতটা উন্নত করেছেন তার শতভাগ কৃতিত্ব দেয়া যায় কোম্যানকে। আগামী মাসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬’র লড়াইয়ে মাঠে নামতে হবে বার্সাকে। এছাড়াও লিগের বড় একটি অংশ এখনো বাকি রয়েছে। সব মিলিয়ে কোম্যানের সামনে বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
অনেকটাই সৌভাগ্যের জোড়েই কাল প্রথম গোল পেয়েছিল বার্সা। রবার্তো সোলডাডো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে গ্রীজম্যান গ্রানাডার গোলরক্ষক রুই সিলভাকে পরাস্ত করেন। দ্বিতীয় গোলের পিছনেও গ্রীজম্যানের অবদান ছিল। ফরাসি এই তারকার থ্রু বলে ৩৫ মিনিটে মেসি বাম পায়ের কার্লিং শটে ব্যবধান দ্বিগুন করেন। প্রায় একই ধরনের পজিশন থেকে ৪২ মিনিটে মেসি দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন। এবার অবশ্য ফ্রি-কিক থেকে তিনি বল জালে জড়ান। ৬৩ মিনিটে ডেম্বেলের পাস থেকে গ্রীজম্যান শক্তিশালী শটে বার্সাকে বড় জয় উপহার দেন।
পামপ্লোনায় ওসাসুনার শক্তিশালী রক্ষনভাগকে কোনভাবেই ভাঙ্গতে পারেনি রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার একটি প্রচেষ্টা অফসাইডের কারনে বাতিল হয়ে যায়।
রামোস, সানচেজ. পিজুয়ানে, মরক্কোর ২৩ বছর বয়সী স্ট্রাইকার ইউসেফ এন-নেসিরির হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে উত্তেজনাকর ম্যাচে ৩-২ গোলে পরাজিত করেছে সেভিয়া। এ নিয়ে শেষ ৬টি ম্যাচে মাত্র একটিতে জয়ী হতে পেরেছে সোসিয়েদাদ। যে কারনে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে। সেভিয়ার সাথে সমান ৩০ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে এগিয়ে আছে সোসিয়েদাদ।
বাসস/নীহা/১৪২৩/স্বব