বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ টিমের উহান সফরের প্রস্তুতি চলছে : চীন

345

বেইজিং, ৯ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : উহানে কোভিড ১৯ এর উৎস তদন্তে দীর্ঘ পরিকল্পিত সফর বিলম্বের জন্য জাতিসংঘ সংস্থার বিরল তিরস্কারের পরে শনিবার চীন নিশ্চিত করেছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি মিশনের উহান সফরের জন্য প্রস্তুতি চলমান রয়েছে।
চীনের মধ্যাঞ্চলীয় উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পরার উৎসস্থল খুঁজে দেখতে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ টিমের চীন সফর শুরুর অনুমোদন বিলম্বিত হওয়ায় মঙ্গলবার ডব্লিউএইচও প্রধান “অত্যন্ত হতাশা” ব্যক্ত করার পরে চীন এ কথা জানায়।
শনিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস মিনিস্টার জেং ইজিন সাংবাদিকদের বলেন, “নির্দিষ্ট সময় নির্ধারণ করা হচ্ছে এবং আমরা এখানে প্রস্তুত রয়েছি।” তিনি বলেন, “বিশেষজ্ঞরা প্রক্রিয়াগুলো সম্পন্ন করে ভ্রমণের সময়সূচি ঠিক করার পর আমরা করোনার উৎস তদন্তে একত্রে উহানে যাবো।” সপ্তাহের শুরুর দিকে চীনা কতৃপক্ষ সফরের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকার করে।
এরআগে হু বলেছে, চীন ১০ জনের একটি টিমের সফরের অনুমতি দিয়েছে। জেং বলেছেন, “আমরা এখন হু’র বিশেষজ্ঞ টিমের আসার অপেক্ষায় রয়েছি এবং তাদের অভ্যর্থনা জানাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ গ্রুপ প্রস্তুত রেখেছি।