বাসস দেশ-২৪ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু

123

বাসস দেশ-২৪
করোনা-আপডেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ২২ জন মারা গেছেন এবং নতুন করে ৬৯২ জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এতে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানানো হয়, ‘ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৭৫৬ জনে দাঁড়াল।’
এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ৬৯২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৮১ টি ল্যাবরোটরিতে ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৫ দশমিক ৩৬ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ।
গত ৮মার্চ করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
বাসস/অনুবাদ/এমএএস/১৮২৫/-কেকে