বাসস বিদেশ-৫ : নতুন ধরনের করোনার বিস্তার ঠেকাতে ব্রিসবেনে লকডাউন

161

বাসস বিদেশ-৫
অস্ট্রেলিয়া-ভাইরাস
নতুন ধরনের করোনার বিস্তার ঠেকাতে ব্রিসবেনে লকডাউন
ব্রিসবেন, ৯ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম ব্রিসবেন নগরীতে শনিবার নতুন করে প্রথম লকডাউন কার্যকর হচ্ছে, কোভিড-১৯ এর নতুন স্ট্রেন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্মকর্তরা “উচ্চ সতর্কতা” জারি করেছেন।
শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া তিন দিনের লকডাউনে শনিবার সকালে নগরীর সড়কগুলো প্রায় ফাঁকা ও শান্ত ছিল, কিছু লোক মাস্ক পরে জরুরি পণ্য সংগ্রহে সড়কে নেমেছে।
যুক্তরাজ্য থেকে আসা এক ব্যক্তির করোনার নতুন স্টেন ধরা পড়ায় ২০ লাখ লোকের এই নগরীতে এই লকডাউন ঘোষণা করা হয়। ইউকে থেকে আসা এক পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে করোনার এই নতুন স্টেন ধরা পড়ে, তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আড়াই কোটি জনসংখ্যার অস্ট্রেলিয়ায় ২৮ হাজার ৫০০ বেশী লোক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ৯০৯ জনের মৃত্যু হয়েছে।
বাসস/এএফপি/এমএবি/১২২৪/জেহক