বাসস দেশ-২৫ : দেশের মানুষ সু-শাসন ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ চায় : জি.এম. কাদের

225

বাসস দেশ-২৫
জাপা-কাদের-যোগদান
দেশের মানুষ সু-শাসন ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ চায় : জি.এম. কাদের
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২১ (বাসস): জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, দেশের মানুষ সু-শাসন ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ চায়।
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরাস্থ বাসভবনে এক যোগদান অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে বিকল্পধারার যুগ্ম মহাসচিব বেগ মাহতাব উদ্দিন, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আব্দুল মান্নান জাতীয় পার্টিতে যোগ দেন।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে জি.এম.কাদের বলেন, দেশের মানুষের সামনে জাতীয় পার্টিকে নিয়ে প্রত্যাশা জেগেছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন। দেশের মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতে সংগঠিত হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যান-এর বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/সবি/এমএআর/১৯৪৫/-শআ