বাসস দেশ-২৪ : উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে কাজ শুরু হয়েছে : আইজিপি

196

বাসস দেশ-২৪
আইজিপি-ক্র্যাব-এজিএম
উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে কাজ শুরু হয়েছে : আইজিপি
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২১ (বাসস) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন,
‘উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে আমরা কাজ শুরু করেছি। আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত করতে চাই।’
আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২০ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্র্যাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‎র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু স্বাগত বক্তব্য দেন। এসময় সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সুসংহত করার জন্য বিগত দিনে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে সেখানে রাজনীতিবিদ ও দেশের আপামর জনগণের সাথে সাংবাদিকরাও সমানতালে কাজ করেছেন। আমাদের স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তরকালে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের আর ২১ বছর বাকি রয়েছে। আমরা ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ভালো কাজে আপনাদের উৎসাহ চাই, সহযোগিতা চাই। কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে বস্তুনিষ্ঠ ফ্যাক্ট তুলে ধরুন। ওই সদস্যকে আমরা কোন ছাড় দিব না।’
আগামীতে দেশের প্রয়োজনে, গণমানুষের প্রয়োজনে, পরবর্তী প্রজন্মের জন্য সুবর্ণ সময় রেখে যাওয়ার লক্ষ্যে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইজিপি।
বাসস/সবি/এমএমবি/১৯৪০/-এমএন