বাসস দেশ-২৫ : শেখ রাসেল বৃত্তি পেলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৫ শিক্ষার্থী

225

বাসস দেশ-২৫
শেখ রাসেলÑবৃত্তি-শিক্ষার্থী
শেখ রাসেল বৃত্তি পেলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৫ শিক্ষার্থী
ঢাকা, ১৩ আগস্ট, ২০১৮(বাসস) : শেখ রাসেল বৃত্তি পেলেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ৪জন ও ১০ম শ্রেণীর একজন শিক্ষার্থীসহ ৫ জন শিক্ষার্থী শেখ রাসেল বৃত্তি পেয়েছে। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার।
উপাচার্য বলেন, ‘১৯৭৫ সালে শেখ রাসেল এই স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। ইতিহাসের বর্বরোচিত ও পৈশাচিক হত্যাকা- কখনো ভুলে যাবার নয়, এই শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রত্যয় নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ঐতিহ্য ও জীবন দর্শন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব বলেও উল্লেখ করেন তিনি ।
বাসস/সবি/এসএস/১৯১৫/কেএমকে