বাসস দেশ-৪৫ : ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আগুন নিয়ন্ত্রণে

208

বাসস দেশ-৪৫
হাসপাতাল-আগুন
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন চারতলা ভবনের জরুরী বিভাগের আগুন নিয়ন্ত্রনে এসেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে দুপুর ২টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এবং ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসাইন বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে ঢামেক হাসপাতালের পুরাতন চারতলা ভবনের জরুরি বিভাগে আগুন লাগে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এরশাদ হোসাইন জানান, অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাপ সম্পর্কে প্রাথমিকভাবে কোন তথ্য জানা যায়নি।
এদিকে,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারি পরিচালক মো. সালেহ উদ্দিন ঘটনাস্থল থেকে বাসসকে জানান, অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। সিগারেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০১৫/-কেএমকে