বাসস ক্রীড়া-১৫ : বিশ্বের সবচেয়ে প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বার্জেসের মৃত্যু

183

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-অ্যালান বার্জেস
বিশ্বের সবচেয়ে প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বার্জেসের মৃত্যু
অকল্যান্ড, ৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় নিউজিল্যান্ডের অ্যালান বার্জেস মারা গেছেন । তার বয়স হয়েছিল ১০০ বছর ২৫০ দিন। গতকাল রাতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বার্জেস।
এক টুইটার বার্তায় বার্জেসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেটসি)। প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে বেঁচে ছিলেন তিনি।
১৯২০ সালের ১ মে ক্রাইস্টচার্চে জন্ম নেন বার্জেস। ১৯৪০-৪১ মৌসুম থেকে ১৯৫১-৫২ মৌসুম পর্যন্ত কেন্টারবুরির হয়ে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। সর্বমোট ১৪টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ৪৬৬ রান ও ১৬টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান ও বাঁ-হাতি স্পিনার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউজিল্যান্ড সেনা দলেও ছিলেন বার্জেস। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, সেনা দলে ট্যাংক ড্রাইভার ছিলেন তিনি।
বাসস/এএমটি/১৯৩০/স্বব