বাসস দেশ-৩৯ : সিলেট বিভাগে গত একদিনে করোনা থেকে সুস্থ ১৮, আক্রান্ত ১৩ জন

126

বাসস দেশ-৩৯
সিলেট-করোনা
সিলেট বিভাগে গত একদিনে করোনা থেকে সুস্থ ১৮, আক্রান্ত ১৩ জন
সিলেট, ৭ জানুয়ারি ২০২১ (বাসস) : সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৮ জন, আক্রান্ত হয়েছেন ১৩ জন,এসময়ে করোনা ভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ ১৮ জনের মধ্যে সিলেট জেলার ১৬ জন ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬০ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৪০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১১ ও হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ২২৭, সুনামগঞ্জে ২ হাজার ৫১৮, হবিগঞ্জে ১ হাজার ৯৬৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৯২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি।এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৩ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ২৮, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ১ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৯৭ জন, এর মধ্যে সিলেট জেলায় ৫২০ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭৩ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।
বাসস/সংবাদদাতা/-১৯১২/-কেএমকে