বাসস ক্রীড়া-১৩ : ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার পোলোসাক

102

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-সিডনি-পোলোসাক
১৪৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার পোলোসাক
সিডনি, ৭ জানুয়ারি ২০২১ (বাসস) : সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের তৃতীয়টি। এ ম্যাচ দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন নারী আম্পয়ার অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। এ টেস্টে চতুর্থ বা রির্জাভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩২ বছর বয়সী পোলোসাক।
ওয়ানডের পর পুরুষদের টেস্ট ক্রিকেটেও প্রথম মহিলা আম্পায়ার দেখলো বিশ্ব ক্রিকেট।
১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং শুরু করেন পোলোসাক। আজ ইতিহাসের পাতায় নিজের নাম তুলে পোলোসাক বলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। মা-বাবাই আমাকে আম্পায়ারিংয়ে নিয়ে আসেন। বাবা রোজ গাড়ি করে পৌঁছে দিতেন আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকবার পরীক্ষা দেওয়ার পর পাশ করতে পারি আমি। আজ বাবা-মা’র স্বপ্ন পূরণ হয়েছে। আমি আনন্দিত।’
প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে পোলোসাক বলেন, ‘পুরুষদের থেকে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমি পুরো দিনটি উপভোগ করেছি।’
এর আগে, নামিবিয়া-ওমান পুরুষ দলের ওয়ানডে ম্যাচেও আম্পায়ার ছিলেন পোলোসাক। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টুয়েন্টি লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স-মেলবোর্ন স্টারসের ম্যাচেও আম্পায়ার হিসেবে দেখা গিয়েছিলো পোলোসাককে। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
বৃষ্টির কারনে সিডনি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৫৫ ওভার। টস জিতে প্রথমে ব্যাট করে দিন শেষে ২ উইকেট ১৬৬ রান তুলে অস্ট্রেলিয়া।
বাসস/এএমটি/১৮৫৭/স্বব