শেষ হলো বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা

301

চট্রগ্রাম, ৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা-২০২১ আজ বৃহস্পতিবার চট্রগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ শেষ হয়েছে। প্রতিযোগিতায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির ৭টি দল অংশগ্রহণ করে। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল রানার আপ হবার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলের সার্জেন্ট আব্দুর রউফ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হন। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ৩ জানুয়ারি স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উর্ধ্বতন কর্মকর্তা, বিমান সেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।