বাসস দেশ-১৫ : প্রবাসী কল্যাণ সচিবের ভাইয়ের মৃত্যুতে মন্ত্রীর শোক

409

বাসস দেশ-১৫
ইমরান-শোক-সচিব
প্রবাসী কল্যাণ সচিবের ভাইয়ের মৃত্যুতে মন্ত্রীর শোক
ঢাকা, ৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের বড় ভাই বিসিএস ৮৩ (বিশেষ) ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামছুল সালেহীন পিন্টুর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক জানিয়েছেন।
আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শামছুল সালেহীন পিন্টু আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মরহুমের গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শাখ চুঁড়ায়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের পিতা।
বাসস/সবি/এমএসএইচ/১৪৩৫/-আসাচৌ