বাসস দেশ-৪১ : সরকার ভারত থেকে ১ লাখ মেট্রিকটন নন বাসমতি এবং ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানি করবে

242

বাসস দেশ-৪১
অর্থনীতি বিষয়ক বৈঠক
সরকার ভারত থেকে ১ লাখ মেট্রিকটন নন বাসমতি এবং ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানি করবে
ঢাকা, ৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে ১ লাখ মেট্রিকটন নন-বাসমতি এবং ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে। সরকার টু সরকার ভিত্তিতে এই চাল আমদানি করা হবে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে এই বছরের প্রথম অর্থনীতি বিষয়ক মন্ত্রীসভার ভার্চ্যুয়াল বৈঠকে আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে এক ভার্চ্যুায়াল ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি) থেকে সরকার টু সরকার ভিত্তিতে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল সংগ্রহ করা হবে।
বৈঠকে আরেকটি প্রস্তাবে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড ১৯ রোগীদের চিকিৎসা সুবিধা সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে সরঞ্জাম,ওষুধ, অন্যান্য উপকরণ এবং পরিষেবা সংগ্রহের জন্য মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নীতিগত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০.২৬ কোটি টাকা।
বাসস/এএসজি/অনু এমএবি/২১২০/-কেএমকে