বাসস ক্রীড়া-৯ : ভারতকে পাইনের খোঁচা

128

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-পাইন
ভারতকে পাইনের খোঁচা
নয়া দিল্লি, ৬ জানুয়ারি ২০২১ (বাসস) : করোনার কারনে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকারের কঠোর স্বাস্থ্যবিধি প্রটোকলের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে দ্বিমত পোষন করেছিলো ভারত।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কুইন্সল্যান্ড সরকারের নিয়মনুযায়ী ব্রিসবেনে প্রবেশ করলেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, আর কোন কোয়ারেন্টাইনে থাকতে রাজি নয় তারা। প্রয়োজনে টেস্টটি খেলবে না ভারত। তাই এ নিয়ে এখনো আলোচনা চলছে।
তবে এমন কথা বলার পর সফরকারী ভারতকে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার টিম পাইন। তিনি জানান, ব্রিসবেন কেন, যেখানে বলা হবে সেখানেই খেলতে যাবো আমরা।
আগামীকাল থেকে সিডনিতে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। ঐ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ব্রিসবেন টেস্ট নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিলো পাইনকে। তিনি বলেন, ‘কোথায় টেস্ট হবে, সেটা নিয়ে আমরা একেবারেই ভাবছি না। যদি আমাদের ফোন করে বলা হয় ম্যাচটা মুম্বাইয়ে হবে তাহলেও আামদের খেলতে আপত্তি নেই। আমরা সেভাবেই পরিকল্পনা করবো এবং ম্যাচ খেলতে যাবো।’
তবে ব্রিসবেন টেস্ট নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তা দলের ভেতরে প্রভাব পড়ছে বলে স্বীকার করলেন পাইন, ‘ব্রিসবেন টেস্ট নিয়ে যেভাবে আলোচনা চলছে, তাতে দলে ঐ ম্যাচটি নিয়ে ভাবাচ্ছে। ক্রিকেটীয় দিক থেকে নয়, অন্য কোনও ব্যাপারে একটা চাপা উত্তেজনা তৈরি হচ্ছে। তবে দেখা যাক কি হয়।’
তবে এখন সিডনি টেস্ট নিয়েই বেশি ভাবছেন পাইন। তিনি বলেন, ‘আপাতত আমাদের লক্ষ্য শুধুই সিডনি টেস্ট। আমরা প্রটোকলের ব্যাপারে জানি। আগামী সপ্তাহে কি হবে তা পড়ে দেখা যাবে। তবে অনিশ্চয়তা রয়েছেই। বিশ্ব ক্রিকেটে অনেক বেশি ক্ষমতাবান ভারতের থেকে যখন এ রকম কিছু শোনা যায়, তখন ধরেই নেওয়া হয় কিছু একটা হবে।’
বাসস/এএমটি/১৭৪৭/স্বব