জর্জিয়ায় সিনেটের দুটি আসনের একটিতে ডেমোক্রেট প্রার্থী জয়ী

1040

আটলান্টা, ৬ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে দুটি আসনের একটিতে ডেমোক্রেট প্রার্থী জয়ী হয়েছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি উভয়দলের জন্যেই গুরুত্বপূর্ণ। নির্বাচনে জর্জিয়ার সিনেট আসন দুটি ডেমোক্রেট দল দখল করতে পারলে রিপাবলিকান দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হবে না।
সিনেটের এক’শ আসনের মধ্যে বিপাবলিকানদের বর্তমানে ৫০ টি আসন রয়েছে।
ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ারনক অল্প ভোটের ব্যবধানে সিনেটর ক্যালি লোফলারকে পরাজিত করেছেন।
সিবিএস, এনবিসি ও সিনএনএনের খবরে এ কথা বলা হয়েছে।
আর ডেমোক্রেটদের এ জয় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যে যথেষ্ট বিব্রতকর।
সিনেটের অপর আসনের ফলাফল থেকে জানা যাবে জো বাইডেনের চার বছরের শাসনামলের প্রথম দুই বছর কারা সিনেট নিয়ন্ত্রণ করবে।
উল্লেখ্য জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এ রাজ্যে ট্রাম্পকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়েছেন।