প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংএর শীর্ষে নিউজিল্যান্ড

567

ক্রাইস্টচার্চ, ৬ জানুয়ারি, ২০২১ (বাসস) : মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে আইসিসি টেস্ট র‌্যাংকিংএর শীর্ষে উঠেছিলো নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষনা দিতে পারেনি ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অবশেষে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বড় ব্যবধানে হারায় কিউইরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংএর শীর্ষ স্থান সংহত করলো নিউজিল্যান্ড। সেই সাথে আনুষ্ঠানিক ঘোষণাও দিলো আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলে প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংএর শীর্ষে এখন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সাথে আছে ১১৮ রেটিং। অস্ট্রেলিয়ার রেটিং ১১৬। তাদের অবস্থান দ্বিতীয়। ১১৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ভারত।
চতুর্থ থেকে অষ্টমস্থান পর্যন্ত যথাক্রমে আছে- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসির নতুন ঘোষিত র‌্যাংকিংএর দশমস্থানে বাংলাদেশ। তাদের উপরে নবমস্থানে রয়েছে আফগানিস্তান। আফগানদের রেটিং ৫৭ ও বাংলাদেশের ৫৫।
আইসিসি টেস্ট র‌্যাংকিং :
র‌্যাংকিং দল রেটিং
১ নিউজিল্যান্ড ১১৮
২ অস্ট্রেলিয়া ১১৬
৩ ভারত
৪ ইংল্যান্ড ১০৬
৫ দক্ষিণ আফ্রিকা ৯৬
৬ শ্রীলংকা ৮৬
৭ পাকিস্তান ৮২
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
৯ আফগানিস্তান ৫৭
১০ বাংলাদেশ ৫৫