বাসস দেশ-৩৬ : উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি দেখতে চান চসিক প্রশাসক

210

বাসস দেশ-৩৬
চট্টগ্রাম-চসিক উন্নয়ন কাজ
উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি দেখতে চান চসিক প্রশাসক
চট্টগ্রাম, ৫ জানুয়ারি ২০২১ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নগরীতে সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পের কাজে চলতি মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে চান। তিনি আজ মঙ্গলবার বিকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসে তাঁর দপ্তরে প্রকৌশলীদের সাথে এক বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন। নগরীতে বর্তমানে জাইকা, এডিবিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে।
প্রশাসক তাঁর দায়িত্বকালীন সময়ের মধ্যে এসব কাজের অগ্রগতিতে বিভিন্ন সময়ে কাজ পাওয়া ঠিকাদারদের তাগিদ দেয়ার পাশাপাশি চসিকের প্রকৌশলীদের নিয়ে প্রকল্প এলকা পরিদর্শন করেন। তবে তাঁর মেয়াদকালে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নগরীর লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং (পিসি) রোডের। দীর্ঘ তিন বছর যাবত এই সড়কের কাজ শেষ না হওয়ার কারণে ওই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম কষ্ট ও দুর্ভোগের মধ্যে দিয়ে সময় পার করেছেন। প্রশাসক খোরশেদ আলম সুজন ৬ মাসের অন্তরবর্তীকালীন দায়িত্ব পাওয়ার পর সড়কটির কাজ শেষ করতে দৌড়ঝাঁপ শুরু করেন। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ সম্প্রতি পিসি রোডের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রশাসক তাঁর সময়ে সম্পন্ন হওয়া উন্নয়ন কাজের বিল চলতি মাসের মধ্যে ঠিকাদারদের জমা দেয়ার আহ্বান জানান।
বৈঠকে কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী আবু সাহাদাত মো. তৈয়ব, বিপ্লব দাশ, শহীদুল ইসলাম, ফরহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/জিই/কেএস/১৯৪৭/অমি