সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে ভারত-অস্ট্রেলিয়া

389

সিডনি, ৫ জানুয়ারি ২০২১ (বাসস) : প্রথম টেস্ট অস্ট্রেলিয়া ও দ্বিতীয়টিতে জয় পায় ভারত। ফলে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে মুখিয়ে আছে দু’দল। আগের দু’ম্যাচের মত তৃতীয় টেস্টেও নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত দুই দলের ক্রিকেটাররাই। জয়ের লক্ষ্য নিয়ে আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে) মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে দিবা-রাত্রির প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতকে ৩৬ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয়টি হয় মেলবোর্নে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৮ উইকেটে জয় পায় ভারত। ফলে সিরিজে সমতা আনতে পারে টিম ইন্ডিয়া। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই জয় তুলে নিয়েছিলো ভারত। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট শেষে দেশে ফিরে যান কোহলি। কোহলিকে ছাড়াই ম্যাচ জয়ের স্বাদ পায় ভারত।
তবে তৃতীয় টেস্টের আগে সুসংবাদ-দুঃসংবাদ দু’টিই পায় ভারত। ইনজুরির তালিকায় নাম যুক্ত হয়েছে পেসার উমেশ যাদবের। ইশান্ত শর্মা-মোহাম্মদ সামিও ইনজুরিতে রয়েছেন। তাই তৃতীয় টেস্টে পেস অ্যাটাকে ভারতের অটোমেটিক চয়েস জসপ্রিত বুমরাহ। তার সাথে আছেন, আগের টেস্টে অভিষেক হওয়া মোহাম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন তরুন বাঁ-হাতি পেসার টি নটরাজন। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করা নটরাজন ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তাও দিয়েছেন, ‘টেস্ট খেলার সুযোগ পাওয়াটা হবে আমাদের জন্য গর্বের মূর্হুত। আমি পরের চ্যালেঞ্জ নিতে তৈরি।’
খেলার সুযোগ থাকছে আরেক পেসার শার্দুল ঠাকুরেরও। তবে ওপেনার রোহিত শর্মাকে দলে পাচ্ছে ভারত। শেষ দুই টেস্টের ঘোষিত দলে আছেন তিনি। ওপেনার হিসেবে দেখা যেতে পারে তাকে। প্রথম দুই টেস্টে নিজেদের মেলে ধরতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন রোহিত।
একাদশ এখনো নিশ্চিত না হলেও, সিডনি টেস্টেও জয় পেতে মরিয়া ভারত। এমনটাই বললেন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি বলেন, ‘আমরা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। সিরিজে লিড নিতে পারলে, দারুন হবে। মেলবোর্ন টেস্ট জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। তাই সিডনি টেস্ট জয়ের ব্যাপারে আমরা আশাবাদি।’
অন্য দিকে ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে সিডনি টেস্টের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। এখনো ইনজুরি থেকে পুরোপুরি থেকে সুস্থ হতে পারেননি তিনি। তারপরও ওয়ার্নারকে খেলানোর আপ্রাণ চেষ্টা করছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
ল্যাঙ্গার বলেন, ‘আশা করছি সিডনি টেস্টে খেলতে পারবেন ওয়ার্নার। কিছুটা জড়তা এখনও রয়েছে। তবে সে আমাদের জানিয়ে দিয়েছে, দলের জন্য সবকিছু করতে তৈরি। পরের টেস্ট খেলতে সে মুখিয়ে আছে। আজ ও আগামীকাল অনুশীলনে তাকে আরও গভীরভাবে আমরা দেখবো। তবে তাকে দেখে মনে হচ্ছে, যেকোন উপায়ে সে খেলবে।’
ওয়ার্নার ফিরলেও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ফর্ম ভাবাচ্ছে অস্ট্রেলিয়াকে। চলতি সিরিজে এখন পর্যন্ত যথাক্রমে ১, অপরাজিত ১, ০ ও ৮ রান করেছেন স্মিথ। তবে স্মিথের ফর্ম নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গার, ‘স্মিথ প্রকৃত চ্যাম্পিয়ন। সব বড় ক্রিকেটারদের সময় খারাপ যায়। তার ক্ষেত্রেও সেটা হচ্ছে। যদিও নেটে খুব স্বাচ্ছন্দে ব্যাট করছে সে। তাই আমার ধারণা ও খুব দ্রুত রানে ফিরবে।’
সিরিজে ১-১ সমতা। এখনো সিরিজের বাকী দু’ম্যাচ বাকী। তবে সিরিজটি আরও উত্তেজনাপূর্ণ হবে বলে জানান ল্যাঙ্গার, ‘২০০৫ সালের সেই ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের সঙ্গে চলতি সিরিজের তুলনা হতেই পারে। সেবারের মত এবারও সিরিজ ১-১ অবস্থায়, দু’টো দল তৃতীয় টেস্ট খেলতে নামবে। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হবে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে দু’টো দল অনেকটা সময় পেয়েছে। আমরা তো মাঠে নামার জন্য মুখিয়ে আছি। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।’
অস্ট্রেলিয়া দল : টিম পাইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, মইসেস হেনরিকস, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, মিচেল সুইপসন ও ম্যাথু ওয়েড।
ভারত দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋসভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, টি নটারজন, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।