বাসস দেশ-১৯ : দু’মামলায় কাউন্সিলর ইরফান সেলিমের জামিন

119

বাসস দেশ-১৯
ইরফান-জামিন
দু’মামলায় কাউন্সিলর ইরফান সেলিমের জামিন
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিমের দু’ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
এই দু’মামলায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড দিয়েছিলেন।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেব নাথ ব্যাপ্পী প্রতি মঙ্গলবার হাজিরা দেয়ার সত্বে তার জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার ইরফান সেলিমের আইনজীবী প্রাণনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইরফান সেলিমকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেখায় আদালত এই জামিন আদেশ দেন।
এরআগে ২৬ অক্টোবর ইরফান সেলিমের অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস ও বিদেশি মাদক রাখার দায়ে এক বছরে কারাদন্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওইদিন রাতেই তাদের কারাগারে পাঠানো হয়।
২৫ অক্টোবর রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনায় জিডি হলেও পরের দিন হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬৩০/-কেকে