মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে র‌্যাবের রক্তদান কর্মসূচি

292

ময়মনসিংহ, ৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : ময়মনসিংহে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহ’র চতুর্থ দিনে ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ প্রতিপাদ্যে রক্তদান কর্মসূচি পালন করেছে র‌্যাব-১৪।
আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। এরপর নিজে রক্তদানের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন র‌্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। পরে অর্ধশত র‌্যাব সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি’র সদস্য রক্তদান করেন। সহযোগিতায় ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট সোসাইটি’র ময়মনসিংহ ইউনিট।
এর আগে রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় র‌্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ও রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক তাজুল আলম।