বাসস ক্রীড়া-৪ : জুভেন্টাসের ডিফেন্ডার এ্যালেক্স সান্দ্রো করোনা পজিটিভ

128

বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
জুভেন্টাসের ডিফেন্ডার এ্যালেক্স সান্দ্রো করোনা পজিটিভ
তুরিন, ৫ জানুয়ারি ২০২১ (বাসস) : সিরি-এ টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের বিপক্ষে বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দু:সংবাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার এ্যালেক্স সান্দ্রো করোনা পজিটিভ হয়েছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। হালকা কিছু উপস্বর্গ নিয়ে বর্তমানে সেল্ফ আইসোলেশনে আছেন এই ডিফেন্ডার।
জুভেন্টাস ক্যাম্পে ইতোমধ্যেই শঙ্কা দেখা দিয়েছে যে সান্দ্রোর বেশ কয়েকজন সতীর্থের করোনায় আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। রোববার উদিনেসের বিপক্ষে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ৮৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন।
এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যথাযথ স্বাস্থ্য প্রোটকল মেনে ক্লাবের অনুশীলন ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাবার জন্য ক্লাব ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করেছে।’
বুধবার এসি মিলানের বিপক্ষে ম্যাচের আগে আন্দ্রে পিরলোর পুরো দলকে পরবর্তী পিসিআর পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
সান্দ্রোর পাশাপাশি পিরলো কালকের ম্যাচের জন্য দলে পাচ্ছেন না আলভারো মোরাতাকে। স্প্যানিশ এই স্ট্রাইকার পেশীর সমস্যার কারনে রোববারের ম্যাচেও ছিলেন না।
বাসস/নীহা/১৫১৫/স্বব