বাসস ক্রীড়া-১৩ : ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে থাকছেন না প্যাটিনসন

114

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-অস্ট্রেলিয়া-ভারত-প্যাটিনসন
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে থাকছেন না প্যাটিনসন
সিডনি ৪ জানুয়ারি ২০২১ (বাসস/এএফপি): পাঁজরে আঘাত পাওয়ায় সিডনিতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। নিজ গৃহে আছাড় খেয়ে তার পাঁজরে চোট লেগেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হয়েছিল ৩০ বছর বয়সি প্যাটিনসনকে। ব্রিসবেনে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচের আগে তার অবস্থা ফের পর্যালোচনা করা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়,‘ বক্সিংডে টেস্টের পর মেলবোর্নের করোনা ভাইরাসের বলয় থেকে বেরিয়ে অনুমোদন সাপেক্ষে নিজ গৃহে গিয়ে আছাড় খেয়েছেন প্যাটিনসন। এতে তার পাঁজরের হাড়ে আঘাত লাগে। এই মুহুর্তে স্কোয়াডে তার পরিবর্তিত যোগ করা হয়নি। ব্রিসবেনে চতুর্থ টেস্টের আগে তার অবস্থা ফের পর্যালোচনা করে দেখা হবে। ’
স্কোয়াডে অবশ্য সতীর্থ পেসার সিন অ্যাবট ও মিচেল নেসের অন্তর্ভুক্ত আছেন। এডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জয়লাভ করলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে জয়লাভ করেছে সফরকারী ভারত।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের স্কোয়াড: টিম পাইন (অধি:), সিন অ্যাবট, ক্যামেরন গ্রীন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, মইসেস হেনরিখ, মার্নাস লাবুশেন, নাথান লিঁও,মিচেল নেসের, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৪৫/স্বব