বাসস দেশ-৩৭ : পিকে হালদারের সহকারি শংখ বেপারী তিনদিনের রিমান্ডে

134

বাসস দেশ-৩৭
শংখ ব্যাপারী-রিমান্ড
পিকে হালদারের সহকারি শংখ বেপারী তিনদিনের রিমান্ডে
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২১ (বাসস): এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমারের (পিকে হালদার) সহকারি শংখ বেপারীকে তিনদিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার শংখ বেপারীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে তিনদিনের রিমান্ডে নেয়ার আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার জানান, এরআগে অর্থপাচারে পিকে হালদারকে সহযোগিতা প্রদান ও সংশ্লিষ্টতার অভিযোগে শংখ বেপারীকে গ্রেফতার করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮০৭/-শআ