বাসস দেশ-৩০ : ফেনীতে জনসচেতনতা বৃদ্ধিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালা

127

বাসস দেশ-৩০
ইসলামিক ফাউন্ডেশন- কর্মশালা
ফেনীতে জনসচেতনতা বৃদ্ধিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালা
ফেনী, ৪ জানুয়ারি ২০২১ (বাসস): জেলায় করোনাভাইরাস সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
অনুষ্ঠানে জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন উপজেলার মসজিদের ইমামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মরদেহ দাফন সংক্রান্ত বিষয়সহ করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতনামূলক এ মতবিনিময় ও কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধর্মীয় অনুভূতির আঙ্গিকে ওয়াজ ছাড়াও সরকারি যেসব ঘোষণা বা নির্দেশনা রয়েছে তা মসজিদ এবং ওয়াজ মাহফিলে প্রচার করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের ট্রেনিং প্রাপ্ত ইমাম মুয়াজ্জিনদের অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন দাগনভুঞা আহমদীয়া হাফেজীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইমাম উদ্দিন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭২৫/এমকে