বাসস দেশ-১৩ : ভোলায় ৩টি তক্ষক উদ্ধার

141

বাসস দেশ-১৩
ভোলা-তক্ষক-উদ্ধার
ভোলায় ৩টি তক্ষক উদ্ধার
ভোলা, ৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলার উপজেলা সদর থেকে পাচারের সময় ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার রাত সাড়ে ৭ টার দিকে খেয়াঘাট এলাকা থেকে তক্ষক ৩টি উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড-এর লেফট্যান্ট. কমান্ডার এম মেহেদী হাসান জানান, রোববার রাতে তক্ষক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা খেয়াঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেই। এসময় মোটরসাইকেলে আসা পাচারকারীরা দূর থেকে আমাদের দেখে ব্যাগে ভর্তি তক্ষকগুলো ফেলে পালিয়ে যায়। পরে তা উদ্ধার করে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের সদরের রেজ্ঞ অফিসার মো. কামরুল ইসলাম বলেন, তক্ষক দুর্লভ ও বিলুপ্তপ্রায় একটি প্রাণী। আগামীকাল আমাদের সংরক্ষিত বনাঞ্চলে তক্ষক ৩টি অবমুক্ত করা হবে।
বাসস/এনডি/এইচ এ এম/নূসী/কেজিএ