বাসস দেশ-৯ : চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে

164

বাসস দেশ-৯
চট্টগ্রাম-কোভিড-সংক্রমণ
চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েছে
চট্টগ্রাম, ৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : করোনাভাইরাসে চট্টগ্রাম মৃত্যুশূন্য টানা পঞ্চম দিন পার করলেও সংক্রমণ গত পাঁচ দিনের তুলনায় অনেক বেড়েছে। গতকাল রোববার ১৬৫ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ১৩ দশমিক ১ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৬৫ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৩৮ জন ও নয় উপজেলার ২৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৬ জন, রাউজানে ৫ জন, বাঁশখালী ও সীতাকুন্ডে ৪ জন করে, রাঙ্গুনিয়ায় ৩ জন, ফটিকছড়িতে ২ জন, পটিয়া, আনোয়ারা ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩০ হাজার ৭৯৩ জন।
গতকাল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ২৫৬ জন ও গ্রামের ১০৩ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১২ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২৯ হাজার ৫৯৩ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৯১৭ জন। বাসা থেকে ২৬ হাজার ৬৭৬ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ২৮ জন। ছাড়পত্র নেন ২৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৬৬ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৭৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। সংক্রমণ হার ৪ দশমিক ৮৬ শতাংশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১৬ জনের নমুনার মধ্যে ৪৬ জন করোনাক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৩ জন জীবাণুবাহক বলে চিহ্নিত হন। সংক্রমণ হার ২৩ দশমিক ৭ শতাংশ। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৭টি নমুনায় ৩টিতে ভাইরাস পাওয়া যায়। সংক্রমণ হার ৫ দশমিক ২৬ শতাংশ। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২৬টি নমুনার ১০টির পজিটিভ রেজাল্ট আসে। সংক্রমণ হার ৩৮ দশমিক ৪৬ শতাংশ।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইম্পেরিয়ালে ৯৭ টি নমুনায় ২১, শেভরনে ৩৪ টির মধ্যে ১৭ এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৮ টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সংক্রমণের হার যথাক্রমে ২১ দশমিক ৬৫ শতাংশ, ৫০ শতাংশ ও ২৬ দশমিক ৬৬ শতাংশ।
চট্টগ্রামের ৯২ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৪ টির ফলাফল পজিটিভ আসে। সংক্রমণের হার ৪ দশমিক ৩৪ শতাংশ।
উল্লেখ্য, চট্টগ্রামে গতকাল ছিল ছয়দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ। এর মধ্যে ২৯ ডিসেম্বর ১২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ৬ দশমিক ৮৭ শতাংশ। এ সময়ে করোনাক্রান্তদের ২ জন মারা যান। ৩০ ডিসেম্বর ভাইরাস মিলে নতুন ১২৫ জনের শরীরে। সংক্রমণ হার ৮ দশমিক ১৫ শতাংশ। ৩১ ডিসেম্বর নতুন ১০৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সংক্রমণ হার ৬ দশমিক ৬৩ শতাংশ। ১ জানুয়ারি ১১৭ জনের দেহে জীবাণুর উপস্থিতি মেলে। সংক্রমণ হার ৮ দশমিক ৫২ শতাংশ। ২ জানুয়ারি নতুন ৬৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ৫ দশমিক ৯২ শতাংশ।
বাসস/জিই/কেএস/১৩১২/-আসাচৌ