প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

402

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাবেয়া খাতুন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের মা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘রাবেয়া খাতুনের মৃত্যু দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা সাহিত্যের প্রসারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’
রাষ্ট্রপতি মরহুমা রাবেয়া খাতুনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাবেয়া খাতুনের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পঞ্চাশের অধিক উপন্যাস এবং চারশ’র বেশি ছোট গল্প লিখেছেন। তার রচনায় প্রবন্ধ, উপন্যাস, গবেষণা, ছোট গল্প, ধর্মীয় ইতিহাস ও ভ্রমণ সংক্রান্ত লেখা রয়েছে।