বাসস দেশ-৪৯ : হবিগঞ্জের বাহুবলে অতিথি পাখি শিকারীর কারাদন্ড

156

বাসস দেশ-৪৯
হবিগঞ্জ- কারাদন্ড
হবিগঞ্জের বাহুবলে অতিথি পাখি শিকারীর কারাদন্ড
হবিগঞ্জ, ৩ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামে আজ অতিথি পাখি শিকারের দায়ে রনি আহমেদ (৩২) নামের একব্যক্তিকে একমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ¯িœগ্ধা তালুকদার ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
পরে দন্ডিত ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয় এবং জব্দকৃত পাখি আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কারাদন্ডপ্রাপ্ত রনি আহমেদ জেলার নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মস্তোফা মিয়ার পুত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ¯িœগ্ধা তালুকদার জানান, রনি আহমেদ দীর্ঘদিন যাবৎ অতিথি পাখি বিক্রি করে আসছিলেন। রোববার দুপুরে বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় অতিথি পাখি বিক্রিকালে তাকে হাতেনাতে গ্রেফতারের পর কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২০/এমকে