আইসোলেশনে ভারতের পাঁচ ক্রিকেটার

447

মেলবোর্ন, ৩ জানুয়ারি ২০২১ (বাসস) : নতুন বছরের প্রথম দিন মেলবোর্নের একটি রেস্তোরায় খেতে গিয়েছিলেন বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার রোহিত শর্মা, ঋষভ পান্থ, শুভমান গিল, পৃথ্বী শ ও নবদ্বীপ সাইনি। ভারতীয় ক্রিকেটারদের খেতে দেখে, রেস্তোরায় থাকা সমর্থক-ভক্তরা তাদের ছবি তোলেন ও ভিডিও করেন।
এক সমর্থক রোহিত-পান্থদের খাবারের বিল পরিশোধ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও করেন। সেই সমর্থক টুইট করে জানান, ক্রিকেটারদের বিল পরিশোধ করেছে এবং রোহিত-পান্থের সাথে আলিঙ্গনও করেছেন।
ঐ ভিডিও ভাইরাল হবার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে পাঁচ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। তাই রেস্তোরায় খেতে যাওয়া ঐ পাঁচ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
ঐ পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে কোভিড প্রটোকল ভাঙার অভিযোগের ব্যাপারে তদন্ত করছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, আইসোলেশনে থাকার সময় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তবে স্কোয়াডের সাথে নেয়, আলাদা ভেন্যুতে অনুশীলন করতে হবে তাদের।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ চলাকালীন জৈব-সুরক্ষা বলয় ভাঙ্গার কারনে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার।