পরিবারে নতুন অতিথির আগমনে রোমাঞ্চিত সাকিব

296

ঢাকা, ৩ জানুয়ারি ২০২১ (বাসস) : অবশেষে সব জল্পনা-কল্পনা অবসান ঘটালেন বাংলাদেশ ক্রিকেটের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তৃতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন, সেটি নিশ্চিত করলেন তিনি।
২০২১ সালের প্রথম দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
ছবিতে দেখা যাচ্ছে, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির গর্ভবতী। যেখানে স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুমুু খাচ্ছেন সাকিবকে।
আর ছবির ক্যাপশনে সাকিব লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
সাকিবের ঐ ছবি আপলোডের পর প্রশ্ন উঠে, আবারো কি বাবা হচ্ছেন সাকিব?
অবশেষে তৃতীবারের মত বাবা হওয়াটা নিশ্চিত করলেন সাকিব। আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব বলেন, ‘আসলে এই অভিজ্ঞতা তো আগেও হয়েছে, এটা তো নতুন কিছুনা। তৃতীয়বার অবশ্যই আমি এক্সসাইটেড। আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়ায় যেন সুস্থভাবে আমার সন্তান পৃথিবীতে আসতে পারে। বাচ্চা ও মা দু’জনই যেন সুস্থ থাকে।’
২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব-শিশিরের কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান। যার নাম আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন শিশির। দ্বিতীয় কন্যার নাম তারা রেখেছেন ইরাম হাসান।