বাসস বিদেশ-৭ : ভারতে দু’টি টিকার অনুমোদন

130

বাসস বিদেশ-৭
ভারত-টিকা
ভারতে দু’টি টিকার অনুমোদন
নয়াদিল্লী, ৩ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : ভারত জরুরি ব্যবহারের জন্য দু’টি টিকার অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনকার এবং অপরটি স্থানীয় ঔষধ কোম্পানি ভারত বায়োটেকের।
দেশটির ঔষধ নিয়ন্ত্রক সংস্থা রোববার এ কথা জানায়।
এক ব্রিফিংয়ে সংস্থা প্রধান ভিজি সোমানি আরো জানান, কেবলমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য সেরাম ইনস্টিটিউট(অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনকা) ও ভারত বায়োটেকের টিকার অনুমোদন দেয়া হয়েছে।
এ অনুমোদনের ফলে ১৩০ কোটি জনসংখ্যার দেশে টিকা দেয়ার বড় ধরণের কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে।
বাসস/জুনা/১৬০৫/-জেহক