মাদকসেবী হিসেবে শনাক্ত হওয়ায় দিনাজপুরে ৬ পুলিশ সদস্য বহিস্কার

263

দিনাজপুর, ৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলা পুলিশের ৫০ জন সদস্যের মাদকাসক্তের বিষয় স্বাস্থ্যগত পরীক্ষা করে ৬ জন সদস্যের শরীরে মাদক গ্রহণের নমুনা পাওয়ায় তাদেরকে চাকরি থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত ডিসেম্বর মাসের বিজয় দিবসের পর থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত পরীক্ষা শুরু করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিক ভাবে ৫০ জনকে মাদক সেবন সন্দেহে তাদের স্বাস্থ্যগত পরীক্ষা করে ৬ জন পুলিশ সদস্যের শরীরে মাদক সেবনের নমুনা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগের এ ধরনের রিপোর্ট পাওয়ার পর গত বছর ৩১ ডিসেম্বর ওই ৬ পুলিশ সদস্যকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়। বহিস্কারকৃত ৬ সদস্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিল।
পুলিশ সুপার জানান, তিনি এই জেলাকে মাদক মুক্ত করতে নিজের ঘরে সদস্যদের মাদকাসক্তের বিষয় শনাক্তের কার্যক্রম গত ডিসেম্বর মাসে শুরু করে ছিলেন। এখন তিনি জেলার সকল দপ্তরকে তাদের দপ্তরের অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যগত পরীক্ষা করে মাদক গ্রহণ করেন কি না এবিষয় নিশ্চিত হয়ে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান।