জয়পুরহাটে সরকারি শিশু পরিবারের ৪১ শিশু পেল শীতবস্ত্র

286

জয়পুরহাট, ৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : সরকারের সমাজসেবা অধিদপ্তরের তত্বাবধানে পরিচালিত জয়পুরহাট সরকারি শিশু পরিবারে অবস্থান করা ৪১ শিশুর হাতে তুলে দেয়া হলো শীতবস্ত্র।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম শনিবার সন্ধ্যায় শিশুদের হাতে ওই শীতবস্ত্র প্রদান করেন। এ সময় শিশুদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সুযোগ সুবিধা প্রাপ্তি নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাশিমসহ শিশু পরিবারের কর্মকর্তারা। সমাজসেবা বিভাগের সার্বিক তত্বাবধানে জয়পুরহাট শিশু পরিবারে বর্তমানে অবস্থান করা ৪১ জন পিতৃ-মাতৃহীন শিশু সরকারের নানা সুবিধায় বেড়ে উঠছে। সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষতা মূলক কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগও রয়েছে এখানে।