চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

314

চট্টগ্রাম, ২ জানুয়ারি ২০২০ (বাসস) : চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’।
শনিবার চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় সংস্থাটির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক হুমায়ুন কবির ও চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।
করোনা ভাইরাসের কারণে এবারের উদযাপন ছোট পরিসরে করা হয়েছে বলে আলোচনা সভায় জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী। তিনি বলেন, করোনাকালেও আমরা মাদকের বিরুদ্ধে সফলতার সাথে কাজ করেছি। আমাদের একমাত্র লক্ষ্য সমাজ থেকে মাদক দূর করা। আর এ জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।