বাসস দেশ-২৮ : পরিবেশ দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের প্রতি পরিবেশ মন্ত্রীর আহ্বান

146

বাসস দেশ-২৮
পরিবেশ মন্ত্রী-গণমাধ্যম
পরিবেশ দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের প্রতি পরিবেশ মন্ত্রীর আহ্বান
ঢাকা, ২ জানুয়ারি, ২০২১ (বাসস) : পরিবেশ দূষণরোধে জনসচেতনতা সৃষ্টি করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি আজ রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন পত্রিকা ‘ দ্য নিউজ’র দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ দূষণরোধে সরকার নিরলসভাবে কাজ করছে। পরিবেশ দূষণরোধে সরকারের সকল কর্মকান্ডের সঙ্গে জনগণের সক্রিয় অংশ গ্রহণ প্রয়োজন। তিনি বলেন, পলিথিন, প্লাস্টিকসহ ক্ষতিকর ব্যবহার বন্ধসহ পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহায়তা দরকার। কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিবেশের সুরক্ষা সম্ভব নয়।
পরিবেশ মন্ত্রী বলেন, জাতির বিভিন্ন ক্রান্তিকালে গণমাধ্যম বলিষ্ট ভূমিকা পালন করেছে। দুর্নীতি, অনিয়ম দূর করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আর তাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে নিবন্ধন প্রদান করছেন।
দ্য নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর পরিচালক (অপারেশন) অপরেশ কুমার ব্যানার্জি, সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর ও সাংবাদিক মানিক লাল ঘোষ।
বাসস/সবি/এমএএস/১৯০০/-কেএমকে