কাল দেশে ফিরছেন সাকিব

410

ঢাকা, ২ জানুয়ারি ২০২১ (বাসস) : যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
সাকিবের সাথে দেশে ফিরছেন তার মা শিরিন রেজা।
গেল ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে ৮ নভেম্বও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব।
তবে তার শ্বশুর অসুস্থ থাকায় টুর্নামেন্টের শেষদিকে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। ১৫ ডিসেম্বর সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তার ফ্লাইট ছিলো।
তবে বিমানে উঠার পর শ্বশুরের মৃত্যুর খবর জানতে পারেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ১৭ দিন পর দেশে ফিরছেন সাকিব।
গত বছরের এপ্রিলে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইরুম হাসানের জন্ম হয়। প্রিয় নাতিকে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিবের মা শিরিন।
সাকিবের দেশে ফেরার খবর নিশ্চিত কেেরছন বিমানবন্দরে বিসিবির সমন্বয়কারী ওয়াসিম খান।
তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় মাকে নিয়ে কাতার এয়ারওয়েজে দেশে ফিরবেন সাকিব।‘
আগামী ১০ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। ঐদিনই সিরিজ খেলতে দেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।